Windowes operating System এর জন্য keyboard Shortcut

 

Table of content  👉     

👉  রবি All Ussd code

 👉  airtel all ussd code

👉  এয়ারটেল all ussd code

👉  Graminphone all ussed code

👉  গ্রামীণফোনে all ussed code

👉  উপন্যাস বিলাসী (শরৎচন্দ্র চট্টোপধ্যায়)

👉  Citizen Luxury (Sarat Chandra Chatterjee)

👉  Funny funny jokes (veery funny)          

👉  Funny funny jokes (veery funny)  

👉  Funny funny jokes (veery funny)   

👉  Funny funny jokes (veery funny)    

👉  Computers and computer history

👉   কম্পিউটার কম্পিউটারের ইতিহাস

 👉   KeyBoard Shortcut for Powerpoint (English)

👉   Use of Microsoft Paint Microsoft (English)

👉   Use of Microsoft Paint Microsoft (Bangla) 

👉   Zoom Tips and Tricks English

👉   Zoom All Tips and Tricks (Advanced  Settings)

👉   জুম সব টিপস এবং কৌশল (Advanced Settings) 

👉   জুম সব টিপস এবং কৌশল (Advanced Settings) 

👉    এমএস পাওয়ারপয়েন্ট কীবোর্ড শর্টকাট

👉      MS Word এর জন্য কীবোর্ড শর্টকাট ( Part  3)

👉   KeyBoard Shortcut for MS Word ( Part 2)

👉   MS Word এর জন্য কীবোর্ড শর্টকাট ( Part 1)

👉  Windowes operating System এর জন্য keyboard Shortcut

👉 Keyboard Shorcut for Microsoft Excel

👉   গল্প (মমতাদি)



 

 Windowes operating System এর জন্য keybord Shortcut

 

Mouse এর Left Button : এর কাজ Enter Key দিয়ে করতে হয়।


Mouse এর Right Button : এর কাজ Shortcut Key দিয়ে করতে হয়।


Windows Key: এটি চাপলে Start Menu open হবে । 


Windows Key+Break: এটি System Properties ওপেন করবে৷


Windows key+D: এটি Desktop এর কোন Window কে মিনিমাইজ করে Taskbar এ নিয়ে আসবে। 


Windows Key+E: My Computer open করবে Explore ব্যবহার করে।


Windows Key+F: File or Folder খুঁজে বের করার জন্য Search option দিবে। 


Windows Key+F+Ctrl: Network এ কম্পিউটার খুঁজার জন্য Search option দিবে। 


Windows Key+F1: Help/Assistance option দেখাবে৷


Windows Key+L: Desktop lock করবে৷


Windows Key+M: Windows. Minimize করবে৷


Windows Key+R: Run option open করবে৷


Windows Key+Tab: এক Window থেকে অন্য Window এ যেতে এটি ব্যবহার করা হয়। 


Windows Key+U: Utility Manager open করবে৷


Alt+Enter: Select কৃত File/folder এরProperties জানা যায়৷


Alt+F4: Open কৃত windows 7 কে বন্ধ করবে৷


Alt+Tab: অনেক গুলাে Windows থেকে কাঙ্খিত window open করতে এটি ব্যবহার করতে হয়। 


F1: Help/Assistance এর জন্য ব্যবহার করা হয়। 


F5 : Refresh এর জন্য ব্যবহার করা হয়। 


Shift+Delete: কোন File/Folder স্থায়ী ভাবে মুছে ফেলার জন্য ব্যবহার করতে হয়।


Ctrl+Esc: Start menu open করবে৷ 


Shift : এটি চাপ দিয়ে ধরে কোন letter ley চাপ দিলে তা Capital Letter হবে এবং বাংলা টাইপ এর জন্য কীবোর্ডে কীতে লেখা উপরের গুলাে প্রদর্শন করবে।


Caps Lock: এটি একবার চাপ দিলে Keyboard এ Caps Lock Light on হবে ।Light on অবস্থায় Letter Key Capital letter হবে এবং off অবস্থায় Small Letter হবে ।Light on অবস্থায় বাংলা টাইপ এর জন্য কীবাের্ডে কীতে লেখা উপরের গুলাে প্রদর্শন করবে এবং Off অবস্থায় বাংলা টাইপ এর জন্য কীবাের্ডে কীতে লেখা নিচের গুলো প্রদর্শন করবে।


Cirl+Alt B: এটি বাংলা বা বিজয় মােড চালু এবং বন্ধ করবে।

 

 Folder And Text Programs এর জন্য 

 

 Ctrl+A: Open কৃত Window এর সকল File or Folder or Text সিলেক্ট করবে। 


Ctrl+C: সিলেক্টকৃত সকল File or Folder or Text কপি করবে । 


Ctrl+F: Search option open করবে৷ 


Ctrl+H: কোন শব্দ রিপ্লেইজ করার অপশন দিবে । 


Ctrl+N: নতুন ফাইল বা ফোল্ডার তৈরী করবে। 


Ctrl+O: নতুন ডােকোমেন্ট ওপেন করবে। 


Ctrl+P: ওপেনকৃত ডােকোমেন্ট প্রিন্ট করবে ।


Ctrl+S: ওপেন কৃত ডােকোমেন্ট সেইভ করবে । 


Ctrl+P: কপিকৃত সক File or Folder or Text পেস্ট ফাংশন করবে ।


Ctrl+W: বর্তমান উইন্ডােস বন্ধ করবে। 


Ctrl+X: সিলেক্টকৃত সকল File or Folder or Text কাট ফাংশান করবে।


Ctrl+Z: যে কাজটি করা হয়েছে তা ফিরিয়ে আনে। 


Ctrl+Y: যে কাজটি করা হয়েছে তা ফিরিয়ে আনে অবশ্যই যে কাজটি ইতিমধ্যে একবার আনডাে দেওয়া হয়েছিল।

 

Select বা নির্বাচিত ফোল্ডারের ক্ষেত্রে 

 

F2: Selected Folder কে Rename করার option দিবে ।

 

F3: Search option open করবে ।


F5: বর্তমান Folder কে Refresh করবে । 


F6: এটি Taskbar এবং Desktop এর মধ্যে সিলেক্ট করবে।

 

Ctrl+G: Goto ফাংশনের জন্য এটি ব্যবহার হয়। 


Ctrl+X: এটি Seleted Folder কে Cut Function সম্পূর্ণ করবে। 


Ctrl+C: এটি Seleted Folder কে Coppy Function সম্পূর্ণ করবে।


Ctrl+V: এটি Seleted Folder কে Paste Function সম্পূর্ণ করবে।


Ctrl+A: Open কৃত Window এর সকল File or Folder সিলেক্ট করবে ।


BackSpace: Subfolder থেকে Parent Folder এর দিকে যাবে ।


Next Post Previous Post
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=462b720999c158d84e03e95126cbb35c