জুম সব টিপস এবং কৌশল (Advanced Settings) Paart 2




Tap To Read The Post English


 Reaad more >>

Zoom Tips and Tricks (Part 1)

 জুম টিপস এন্ড ট্রিকস (Part 2)

এখানে নিমােক্ত অপশনগুলাে পাওয়া যাবে।

Enable de-noise 

• Enable hardware acceleration for virtual background: 

• Enable hardware acceleration for video processing 

• Enable hardware acceleration for sending video 

• Enable hardware acceleration for receiving video 

• Video Rendering Method 

• Video Rendering Post Processing 

• Video Capturing Method

 




Audio 

অডিও সংক্রান্ত সেটিংসগুলাে এখান থেকে নির্ধারণ করা হয়। নিচে এগুলো আলােচনা করা হলাে।

 



• Speaker 

 

Test Speaker: এই বাটনে ক্লিক করে স্পিকারের কার্যকারিতা পরীক্ষা

করে নেয়া যায়। বাটনটিতে ক্লিক করলে Output Level: বারটিতে প্রদর্শিত দাগ দেখে স্পিকারের কার্যক্ষমতাকে বােঝা যায়। বন্ধ করার

জন্য স্টপ এ ক্লিক করতে হবে। 

Speaker/Headphone: এর ড্রপ-ডাউন থেকে সিস্টেমের সাথে যুক্ত | স্পিকার বা হেডফোনকে ইচ্ছেমতাে সিলেক্ট করে দেয়া যায়। 

 

Volume: ভলিউম কমানাে বাড়ানাের জন্য এই বারটি ব্যবহার করা।

হয়। 

 

• Microphone

 

Test Mic: এই বাটনে ক্লিক করে মাইক্রোফোনের কার্যকারিতা পরীক্ষা। করে নেয়া যায়। বাটনটিতে ক্লিক করে রেকর্ড মােডে কিছু শব্দ রেকর্ড করে তা প্লে করার মাধ্যমে মাইক্রোফোনের বর্তমান অবস্থা যাচাই করে। নেয়া সম্ভব। প্লে করলে 

 

Input Level: বারাটিতে প্রদাশত বার সে কার্যকারিতা বুঝা যায়।


Same as Systen: এখানে মূলত ড্রপ-ডাউনের অধীনে আরও কিছু

অপশন থাকে। সেখান থেকে প্রয়ােজনানুযায়া অপশন সিলেক্ট করে নেয়া

যায়। তবে বাইডিফল্ট এই অপশনটি সিলেক্ট থাকে। ০ Volume: এই বারটি হতে মাইক্রোফেনের ভলিউম ম্যানুয়ালি কমানাে

বা বাড়ানাে যায়।  

 

Automatically adjust volume: স্বয়ংক্রিয়ভাবে ভলিউম অ্যাডজাস্ট

করতে চাইলে এই অপশনটি সিলেক্ট করতে হয়।

 

Use separate audio device to play ringtone simultaneously: একই সময়ে যদি রিংটোন প্লে করার জন্য পৃথক অডিও ডিভাইস ব্যবহার করতে চান তবে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে।

 

Automatically join audio by computer when joining a meeting: কোনাে মিটিংয়ে অংশ নেয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে অডিওটি চাল। রাখতে চাইলে এই অপশনটি সিলেক্ট করে দিতে হয়।

 

Mute my microphone when joining a meeting: যদি চান যে মিটিংয়ে অংশ নেয়ার শুরুতে আপনার মাইক্রোফোনটি মিউট অবস্থায় থাকবে। তবে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে।

Press and hold SPACE key to temporarily unmute yourself: মিটিং চলাকালীন সময় নিজেকে সাময়িকভাবে আনমিউট করে রাখতে চাইলে স্পেসবার চেপে ধরে রাখলে যেন তা হয় সেটি নির্ধারণে এই অপশনটি সিলেক্ট করে দিতে হয়।

• Sync buttons on headset: হেডসেটের বাটনগুলােকে সিঙ্ক করতে চাইলে। এই অপশনটি সিলেক্ট করে দিতে হয়।

 

অডিওর কিছু অ্যাডভান্স অপশন পেতে চাইলে স্ক্রিনের নিচের দিকে থাকা। Advanced বাটনে ক্লিক করতে হবে। 

 

• Show in-meeting option to “Enable Original Sound” from

microphone: ইন-মিটিং অপশনটি প্রদর্শনের জন্য এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। ফলে অরিজিনাল সাউন্ড এনাবল করার সুযােগ পাওয়া যায়।

 

Chat:

Chat সংক্রান্ত বিভিন্ন সেটিংসমূহ এখান থেকে নির্ধারণ করে দেয়া যায়।







Virtual Background  

ভিডিও কনফারেন্সিংয়ে অংশ নেয়ার সময় আপনি যদি আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডকে অন্যদের দেখাতে ইচ্ছুক না হন তবে চমৎকার এই ভার্ুরয়াল ব্যাকগ্রাউন্ডগুলােকে গুলােকে ব্যবহার করতে পারেন। আপনি পিকচার বা ভিডিও ব্যবহার করতে পারেন। Virtual Background ট্যাবটি সিলেক্ট আপনি আপনি বেশ কয়েকটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। যেকোনােটি সলেক্ট করলে সেটি বর্তমান ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট হয়ে যায়। বলে হয়তাে আপনাকে ভিডিও কনফারেন্স করতে হয় যা। এর একটা উপযােগী নয় কিংবা আপনি স্বাচ্ছন্দ্যবােধ করছেন নাসব ক্ষেত্রে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড চমৎকার একটি সমাধান হতে পারে।




 

• Ihave agreen screen: আপনার যদি কোনাে গ্রিন স্ক্রিন থাকে তবে সেটি

ব্যাকগ্রাউন্ডে সেট করে দিতে চাইলে স্ক্রিনের নিচে থাকা এই অপশনটি সিলেক্ট করে দিতে পারেন।

মিরর করে অন্যের কাছে

 

• Mrror my video: আপনার ভিডিওটিকে সম্পূর্ণ মিরর করে জল

উপস্থাপন করতে চাইলে এই অপশনটি সিলেক্ট করে দিতে পারেন।

Recording ভিডিও কনফারেন্সিং তথা ভিডিও মিটিংয়ের সময় আপনি চাইলে পুরাে মিটি ভিডিও রেকর্ড করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে রেকডিং সংক্রান্ত কি অপশন পূর্ব থেকেই নির্ধারণ করে রাখতে হবে। রেকর্ডিংয়ের সময় আপনি যেমনটি চান তেমনিভাবে এসব অপশনগুলাে নির্ধারণ করে দিতে পারেন। সেটিংস স্ক্রিন থেকে Recording ট্যাবটি সিলেক্ট করলে এর Local Recording এর অধীনে বেশ কিছু অপশন প্রদর্শিত হয়।


• Location: বাইডিফল্ট রেকর্ডকৃত ভিডিওসমূহ সংরক্ষণের জন্য একটি লােকেশন নির্ধারিত থাকে। তবে এই লােকেশন আপনি নিজের ইচ্ছেমতো পরিবর্তন করে দিতে পারেন। Change বাটনে ক্লিক করে লােকেশন

পরিবর্ন করা যায়। রেকর্ডকৃত ভিডিও যে লােকেশনে সেভ হয়েছে সেই ফোল্ডারটি ওপেন করার জন্য Open বাটনে ক্লিক করতে পারেন।

 

Choose a location for recorded files when the meeting ends: যদি চান যে মিটিং শেষ হবার পর রেকর্ডকৃত ফাইলসমূহ সেভ করার জন্য আপনার কাছে কোনাে লােকেশন চাইবে তবে আপনি এই অপশনটি সিলেক্ট

করে রাখতে পারেন।

 

Record a separate audio file for each participant who speaks: মিটিংয়ে অংশ নেয়া প্রতিটি ব্যক্তির অডিও আলাদা আলাদা ফাইল হিসেবে বকর্ড করে রাখতে চাইলে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। 

Optimize for 3rd party video editor: থার্ডপার্টি ভিডিও এডিটরে জন্য রেকর্ডকৃত ভিডিওকে অপটিমাইজ করতে চাইলে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে।

 

• Add a timestamp to the recording: পারেন। রেকর্ডিংয়ে একটি

টাইমস্ট্যাম্প যুক্ত করাতে চাইলে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে।

 

• Record video during screen sharing: স্ক্রিন শেয়ার করার সময়কালে ডিডিও রেকর্ড করতে চাইলে এই অপশনটি আগে থেকেই এনাবল্ড থাকতে হবে।

 

• Place video next to the shared screen in the recording:

রেকর্ডিংয়ের মধ্যে শেয়ারকৃত স্ক্রিনের পরে ভিডিওকে স্থাপন করে দিতে চাইলে এই অপশনটি আগে থেকে এনাবন্ড থাকতে হবে।

 

• Keep temporary recording files: অস্থায়ি রেকর্ডিং ফাইলগুলোকে

রেখে দিতে চাইলে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে।

 

Profile

আপনার প্রোফাইল সংক্রান্ত পরিবর্তন-পরিবর্ধনগুলাে আপনি Profile ট্যাব থেকে করতে পারেন। ট্যাবটিতে ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন পাবে।  

 

প্রোফাইল পিকচার সংযােজন/পরিবর্তনঃ আপনার প্রােফাইল পিকচারটি যুক্ত করতে চাইলে স্ক্রিনের প্রােফাইল ইমেজের আইকনে ক্লিক করতে হবে। একটি উইন্ডাে প্রদর্শিত হবে। এখান থেকে Change Picture লিংকে ক্লিক করে নির্দিষ্ট লােকেশন থেকে পিকচার সিলেক্ট করে দিয়ে Save বাটনে ক্লিক করতে হবে।

 




প্রােফাইল এডিট করা : আপনার প্রােফাইলে কোনাে ধরনের সংযােজন। বিয়ােজন করতে চাইলে Edit My Profile View বাটনে ক্লিক করে তা করতে পারবেন।

 

• পেইড ভার্সন ব্যবহার করা : জুম এর ফ্রি ভার্সনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যদি আপনি জুমের পুরােপুরি সুবিধা নিতে চান তবে আপনাকে এর প্রাে ভার্সনটি কিনে ব্যবহার করতে হবে। সেটি চাইলে Upgrade to Pro বাটনে। ক্লিক করতে হবে এবং পরবর্তীতে পেমেন্ট সংক্রান্ত ধাপগুলাে অনুসরণ করতে হবে।

 

• অ্যাডভান্সড ফিচারসমূহ দেখা : জুম এর অ্যাডভান্সড ফিচারগুলাে দেখতে চাইলে Advances Features বাটনে ক্লিক করতে হবে। Statistics অডিও, ভিডিও এবং স্ক্রিন শেয়ারিংয়ের ক্ষেত্রে জুমের পরিসংখ্যানগত ডেটাসমূহ Statistics ট্যাব থেকে পরিদর্শন করা যায়। সিপিইউ ও মেমােরির অবস্থা, ব্যান্ডউইডথ, নেটওয়ার্ক টাইপ, প্রক্সি, কানেকশন টাইপ, ডেটা সেন্টার, এনক্রিপশন, ভার্সন ইত্যাদিসহ আরও বহুবিধ তথ্য আপনি এখানে দেখতে পাবেন।



Keyboard Shortcut 

জুম সফটওয়্যারটি ব্যবহারের ক্ষেত্রে অধিকতর সুবিধা পেতে আপনি কিবাের্ড টকাটসমূহ ব্যবহার করতে পারেন। নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট কোনাে শর্টকাট সেট করে দেয়ার কাজটি আপনি সেটিংস থেকে নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করার মাধ্যমে সেট করে দিতে পারেন।

 



 





 


কীবাের্ড শর্টকাটসমূহ সেট করে দেয়ার পর পুনরায় ডিফল্ট শর্টকাটগুলােকে রিস্টোর করতে চাইলে Restore Defaults বাটনে ক্লিক করতে হবে।

Accessibility 

এক্সেসিবিলিটি সংক্রান্ত কিছু পরিবর্তন আপনি Accessibility ট্যাব সিলেক্ট করে করতে পারেন।

 

ক্লোজড ক্যাপশন ফন্ট সাইজকে নরমাল, মিডিয়াম বা লার্জ করার জন্য

Closed Caption Font Size এর স্লাইডটিকে ব্যবহার করতে হবে।

 

মিটিং কন্ট্রোলসমূহকে সর্বদা প্রদর্শিত অবস্থায় রাখতে চাইলে Meeting Controls এর অধীনে থাকা Always Show Meeting Controls অপশনটি সিলেক্ট করে দিতে হবে।

• চ্যাট ডিসপ্লের সাইজটি বড়-ছাট করতে চাইলে Chat Display Size

(Ctrl+/-) অধীনে থাকা ড্রপ-ডাউন বক্স হতে তা করে দিতে পারেন। এছাড়া আপনি Ctrl কি এর সাথে +/- চেপেও এটিকে বড়-ছােট করতে পারেন।

 











Next Post Previous Post
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=462b720999c158d84e03e95126cbb35c