Use of Microsoft Paint Microsoft (Bangla)

 




 

Tap to read the post Bangla 

পেইন্ট প্রােগ্রামটি চালু করা ও এর ইন্টারফেসসমুহ 

মাইক্রোসফট পেইন্ট প্রােগ্রামটি চাল করার জন্য নিচের ধাপগুলাে অনুসরণ 

করতে হবে।

ডিজিটাল কন্টেন্টের জন্য গ্রাফিক্স ডিজাইন এলাকার Start বাটনের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করতে হবে পর্দায় একটি মেন দেখা যাবে।

 



 Read more >>

 কম্পিউটার ও ল্যাপটপে স্ক্রিনশট নেবার সহজ উপায়

 

All programs লেখার উপর মাউস পয়েন্টার রাখতে হবে। আরেকটি মেনু প্রদর্শিত হবে। Accessories লেখার উপর ক্লিক করে একে ওপেন করতে হবে। ফলে এর ভেতরে থাকা প্রোগ্রামের আইকনগুলাে প্রদর্শিত হবে। এখান থেকে Paint লেখার উপর মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটন ক্লিক করতে হবে। ফলে পেইন্ট প্রোগ্রামটি চালু হবে এবং পর্দায় নিচের মতাে এর ইন্টারফেস উইন্ডাে আসবে।

 



পেইন্ট প্রােগ্রামে গম্মাফিক্স তৈরি ও এডিটের জন্য বিভিন্ন রকমের টুল ব্যবহৃত হয়ে থাকে। নিচে এই টুলগুলাের পরিচিতি প্রদান করা হলাে।  

 



Line টুল : এই টুলটি ব্যবহার করে বিভিন্ন রেখা আঁকা যায়। 

 



Brushes টুল : এই টুলটি ব্যবহার করে তুলি দিয়ে আঁকার মতাে বিভিন্ন ড্রয়িং করা যায়। 



Text টুল ও এই টুলটি ব্যবহার করে লেখা টাইপ করা যায়।

Fill with color টুল : এই টুলটি ব্যবহার করে ড্রয়িং এর মাঝখানে রং দ্বারা 

পূর্ণ করা যায়।


Eraser টুল : এই টুলটি ব্যবহার করে রাবারের মতাে লেখা বা ছবি মুছা যায়।




Pencil টুল : এই টুলটি ব্যবহার করে ড্রয়িং করা যায়।
 




Rectangle টুল : এই টুলটি ব্যবহার করে বক্স আঁকা যায়।




Oval টুল ও এই টুলটি ব্যবহার করে বৃত্ত আঁকা যায়।
 

 

পেইন্ট প্রােগ্রামে বিভিন্ন শেপ অঙ্কন করা  

পেইন্ট প্রােগ্রাম ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের শেইপ অঙ্কন করতে পারেন। 

নিচে বিভিন্ন শেইপ অন্ধনের প্রক্রিয়াগুলাে

 




 টুলবক্সের Oval টুলটিতে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে নিচের মতাে বৃত্ত 

আঁকুন।

 


টুলবক্সের Right Triangle টুলটিতে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে নিচের 

মতাে ত্রিভুজ আঁকুন।




 
 

পেইন্ট প্রােগ্রামের টুলবক্সের সাহায্যে আপনি নিচের মতাে আরও বিভিন্ন শেপ আঁকতে পারবেন।

 

ব্রাশ ব্যবহার করা।

পেইন্ট প্রােগ্রামে বিভিন্ন রকম ব্রাশ ব্যবহার করে ড্রয়িং করা যায়। ব্রাশ ব্যবহার 

করে ড্রয়িং করার জন্য প্রথমে Brush টুলের আইকনের উপর ক্লিক করে যে 

কোন একটি ব্রাশ সিলেক্ট করতে হবে।

                                


ব্রাশের জন্য লাইন সাইজ এবং কালার সিলেক্ট করুন। অতঃপর নিচের মতাে 

বিভিন্ন শেপগুলাে ড্রয়িং করুন।



এরকম আরও বিভিন্ন শেপ আঁকার জন্য Brush টুলের আইকনের উপর পুনরায় 

ক্লিক করে অন্য যে কোন ব্রাশ সিলেক্ট করে ইচ্ছেমতাে ড্রয়িং করা যাবে। 

অবজেক্টকে সিলেক্ট এবং এডিট করা পেইন্ট প্রােগ্রামে আঁকা কোন ছবি বা অবজেক্টের অংশবিশেষকে পরিবর্তন করার 

প্রয়ােজন হতে পারে। এজন্য প্রথমে ছবি বা অবজেক্টের যে অংশে পরিবর্তন করা 

প্রয়ােজন সেই অংশটুকু সিলেক্ট করে এডিট করতে হবে। ছবি বা অবজেকে তা 

পরিবর্তনগুলাে করা যায় সেগুলাে হলাে অবজেক্ট বা ছবির আকৃতি পরিবর্তন করা, 

একে স্থানান্তর বা কপি করা, ঘােরানাে বা রােটেট করা সিলেক্ট করা অংশ রেখে 

বাকি অংশ মুছে ফেলা ইত্যাদি। নিচে একটি অবজেক্টকে সিলেক্ট ও এডিট করা। 

দেখানাে হলাে। Home tab এর Image হতে Select লেখা এবং ডটেড বক্স যুক্ত 

আইকনটি ক্লিক করুন।




 
যে অবজেক্ট (বাংলাদেশের ফ্ল্যাগ) কে সিলেক্ট করতে চান তার উপরের বাম কোণায় ক্লিক করুন। এরপর মাউস ড্রাগ করলে একটি চারকোণা ডটেড বক্স তৈরি হবে। পুরাে অবজেক্টটি বক্সের ভেতর আসার পর মাউসের ক্লিক মুক্ত করলে অবজেক্টের চারপাশে একটি সিলেকশন বক্স তৈরি হবে, অর্থাৎ অবজেক্টটি সিলেক্ট হবে।



এবার অবজেক্টটি ড্রাগ করে BANGLADESH লেখার পাশে নিয়ে যান। ফলে অবজেক্টটি সেখানে স্থানান্তর হবে।




এবার মাউস পয়েন্টার দিয়ে ওভাল বা বৃত্ত সিম্বলে ক্লিক করুন এবং টুলবারে Color l ও Color 2 উভয়ের জন্যই গাঢ়। সবুজ রং সিলেক্ট করুন। 

মাউস ড্রাগ (মাউসের বাম বােতাম চেপে প্রথমে ডানে এবং পরে নিচের দিকে টেনে) করে আয়তাকার সবুজ চতুর্ভুজটির মাঝখানে একটি বৃত্ত আঁকুন।

 

টুলবক্স হতে Fill Color টুলে ক্লিক করুন এবং আপনার আঁকা বৃত্তটি সিলেক্ট থাকা অবস্থায় এর মাঝখানে ক্লিক করুন। ফলে চিত্রের ন্যায় বৃত্তটি লাল রং এ ফিল হবে।



স্কীণশট নেবার পর পেইন্টে তা এডিট করা 

কমপিউটারে যেকোনাে স্কীণ শট নেবার পর পেইন্ট প্রােগ্রাম ব্যবহার করে নিচের মতাে এডিট করা যায়। এজন্য পূর্বে বর্ণিত উপায়ে কীবাের্ডে PrtScr বাটনটি চেপে প্রিন্ট স্কীণ নেবার পর পেইন্ট প্রােগ্রাম ওপেন Ctrl+V কীদ্বয় চাপতে হবে ফলে প্রিন্টস্কীণটি পেইন্ট উইন্ডােতে পেষ্ট হবে।

 




এখন প্রিন্টস্ক্রীণের প্রয়ােজনীয় অংশ কেটে নেবার জন্য প্রথমে টুলবার হতে চিত্রের ন্যায় সিলেক্ট টুলটি ক্লিক করে সিলেক্ট করুন।

 




এবারে চিত্রের ন্যায় স্কীণশটটির প্রয়ােজনীয় অংশ সিলেক্ট করুন। এবং টুলবার হতে ক্রপ টুলের আইকোনে ক্লিক করুন।  


 


ফলে অংশটি আলাদা কেটে ক্রপ হবে। এখন এর কোনাে অংশকে চিহ্নিত করার জন্য যেকোনাে শেপ আইকোনের উপর ক্লিক করে শেপটি দিয়ে অংশটি চিত্রের মতাে চিহ্নিত করুন।




চিহ্নিত অংশের পাশে বর্ণনা যােগ করার জন্য প্রথমে টুলবার হতে টেক্সট আইকোন সিলেক্ট করে অত:পর চিত্রের ন্যায় টেক্সট টাইপ করুন।



 


 


 

Read more >>

মজার মজার কৌতুক Part 6 (veery fun)  





'
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=462b720999c158d84e03e95126cbb35c