ফোনে Mb শেষ হলে টাকা কাটবে না - Worldvictorblog



ফোনে Mb শেষ হলে টাকা কাটবে না





আমার ফোনে এমবি না থাকলে ডাটা অন থাকলে টাকা কেটে নিয়ে যায় কেন? এটা আমি কিভাবে বন্ধ করতে পারি?


Android ফোন ইউজ করার সময় হঠাৎ এমবি শেষ হলে টাকা কটে প্রায় সব সিমেই। Java Mobile এ যদি ইন্টারনেট ইউজ করি তখন Mb শেষ হলে টাকা কাটে কম যা তেমন প্রভাব পড়ে না।


কিন্তু Android Mobile এ ডাটা বা Mb শেষ হলে টাকা কাটার পরিমান এতটাই বেশি যে Mobile Balance 0.0 টাকায় আসতে বেশি সময় লাগে না।


আজ আপনাদের জানার কোন সিমে কি code ডায়াল করলে বা সিমে যা করলে আর এমবি। শেষ হলে টাকা কাটবে না, তাে এবার চলুন আমাদের টিপসের মূল আলােচনায়।



Robi :


Step 1 :

আমি Android phone এর একটি সেটিংস দেখাচ্ছি এটাই সবচেয়ে সহজ উপায়। লাল চিনহিত অপশন টি অন রাখুন তাহলে টাকা কাটবে না।


Step 2 :

আপনাদের অনেকের এখনাে মনে আছে Robi সিমে একসময় হয়তাে Mb ছাড়া ইন্টারনেট ব্রাউজ করা যেতাে না! এই সিস্টেম চালু হয়েছিলাে রবি বান্ডিল অফারের সময়।


যদিও রবি সিমে *8999*99# ডায়াল করার পর এই সিস্টেমটা চালু হতাে। আবার mobile থেকেই *8999*00# ডায়াল করে আবার টাকা খরচ করে ইন্টারনেট ব্রাউজ করা যেতাে।


Robi সিমে উপরের সিস্টেমটার নাম হলাে মূলত PPU-Pay Per Use সিস্টেম। এই PPU সিস্টেমটা বন্ধ করলে আপনার ফোনে MB শেষ হলে টাকা কাটবে না বা টাকা কাটা বন্ধ করা যাবে খুব সহজে আসুন জানি কিভাবে করব ।


এবার Mb শেষ হলে টাকা কাটবে না কার্যপদ্ধতি আমি প্রথমে Robi আর Grameenphone এই দুটি দিয়েই শুরু করছি বাকি সিমগুলাে পর্যায় ক্রমে আসবে।


আসুন এবার জানি কি করলে Mb শেষ হলে টাকা কাটবে না রবি সিমের জন্য: রবি সিমে PPU সিস্টেম Off করার নিয়ম :


১.প্রথমে রবি iBuddy Apk ডাউনলােড করুন তারপর ইনস্টল করুন।


২. এবার ইনস্টল করা Apps এ ঢুকুন আর আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে http://DonBanglaa.blogspot.com


৩.আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে Phone এ একটি Welcome মেসেজ পাবেন।


তখন রবিতে PPU সিস্টেম On করার নিয়ম: Freenet ইউজ করতে এটা কাজে লাগতে পারে


১.প্রথমে *8444# ডায়াল করুন।


২.এবার Replay দিন 2 দিয়ে।


৩.তারপর iBuddy এমবি প্যাকের নাম্বার ( 2 দিয়ে Replay দিন বা Pack Name এর আগে দেখুন) লিখে Replay দিন।


৪.এবার off করতে 1 লিখে রিপ্লাই দেন। পুনরায় Off করতে ও সিস্টেমটা একই কাজ শেষ এবার রবি সিমে সিস্টেমটা off করলে Mb শেষ হলে টাকা কাটবে না আবার সিষ্টেমটা On করলে Mb শেষ হলে টাকা কাটবে।



Grameenphone (GP) :


দেখুন এবার data বা MB শেষ হলে টাকা কাটবে না। গ্রামীণফোনে PPU সিস্টেম On করার নিয়ম:

১.প্রথমে ডায়াল করুন *500*1#

২.এবার খেয়াল করুন আবার আগের মত টাকা কাটবে। On করার পর দেখুন MB শেষ হলে টাকা কাটবে।

নতুন সিস্টেম গ্রামীনফোন সিমের জন্য: প্রথমে মােবাইল থেকে *121*3*7*3# ডায়াল করে ইন্টারনেট বন্ধ করুন। তারপর মােবাইল থেকে *5000*55# ডায়াল করে GP EasyNet On করুন।

তাহলেই দেখবেন, MB না থাকলে টাকা কাটবেনা ও ডাটা চালু থাকলেও আপনার টাকা কাটবে না


Banglalink :

একাউন্ট Balance থেকে টাকা Banglalink কে PPU এর মত এধরনের কোনাে সিস্টেম নেই। কিন্তু Banglalink এ Internet Off করে রাখা যায়। এতে Internet Off করলে টাকা বা Mb দিয়েও Internet ব্রাউজ করতে পারবেন না।

বাংলালিংকে সিস্টেমটা একটিভ করতে: mobile এর মেসেজ অপশানে STOP লিখে SMS করুন 3343 নাম্বারে। আবার ইন্টারনেট চালাতে: পছন্দ অনুযায়ী যেকোনাে একটি ডাটা প্যাক কিনুন। বাংলালিংকে *5000#
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=462b720999c158d84e03e95126cbb35c