পাওয়ার অন করলে Display আসার পর কম্পিউটার Hang হয়ে যায়


পাওয়ার অন করলে Display আসার পর কম্পিউটার Hang হয়ে যায়





১. প্রথম ধাপ : কম্পিউটারের পাওয়ার অফ কর এবং কেসিংয়ের একপার্শ্বে খুলে হার্ডডিস্ক, সিডিরম কিংবা ডিভিডি-এর সাথে সংযুক্ত ডাটা ক্যাবল এবং পাওয়ার ক্যাবলসমূহ সাবধানে খুলে ফেল এবং


এগুলাে পর্যায়ক্রমে স্ব স্ব স্থানে যথাযথভাবে সংযােগ দিয়ে পুনরায় । কম্পিউটার চালু করে দেখ । যদি সমস্যা থেকে যায় তাহলে


২.দ্বিতীয় ধাপ : মাদারবাের্ড থেকে RAM, Processor, Power supply connection প্রত্যেকটি আলাদাভাবে পরীক্ষা করে দেখতে হবে কোনাে প্রকার ত্রুটি কিংবা ক্যাবল কানেকশনের সংযােগস্থলে লুজ আছে কিনা?


এরপরও যদি একই সমস্যা থাকে তাহলে


৩. তৃতীয় ধাপ : অন্য একটি ভালাে কম্পিউটার থেকে প্রসেসর র্যাম, হার্ডডিস্ক এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি এই মাদারবাের্ডে ব্যবহার করে পরীক্ষা করে দেখতে হবে মাদারবাের্ডটি ঠিক আছে কিনা।


যদি ঠিক না থাকে তাহলে মাদারবাের্ড বদলিয়ে ফেলতে হবে। কাজটি সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দিয়ে করাতে হবে।


নােট : "অনেক সময় কেসিংয়ের পিছনে মাদারবাের্ডটির কীবাের্ড এবং মাউস পাের্টের সংযােগ লুজ থাকলেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যথাযথভাবে সংযােগ দিতে হবে। "


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=462b720999c158d84e03e95126cbb35c