জুম সব টিপস এবং কৌশল (Advanced Settings)





জুম টিপস এন্ড ট্রিকস (এডভান্সড সেটিং)

 

জুম এর সেটিংস (Settings) নিয়ে আলােচনা।

 

সেটিংসমূহ নির্ধারণের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং বা মিটিং এর ক্ষেত্রে বহুবিধ সুবিধা নির্ধারণ করে দেয়া যায়। সেটিংস এর যাবার জন্য জুম হােম স্ক্রিনের উপরের ডানে থাকা সেটিংস এর আইকনটিতে ক্লিক করতে হবে।


 

এর সাধারণ সেটিংসগুলাে এখান থেকে নির্ধারণ করা হয়। নিচে এগুলাে

নিয়ে আলােচনা করা হলাে।

 

Start Zoom when I start Windows: 

এই অপশনটি সিলেক্ট করা থাকলে প্রতিবার উইন্ডােজ চালুহবার সময় অ্যাপটি 

স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাব।

 

• When closed, minimize window to the notification area

instead of the task bar: 

এই অপশনটি সিলেক্ট করা থাকলে , ক্লোজ করলে সেটি মিনিমাইজ হয়ে টাস্কবারে না থেকে নােটিফিকেশন এরিয়াতে থাকবে।

 

Use dual monitors: 

ডুয়েল মনিটর সুবিধা পেতে এই অপশনটি ব্যাক করতে পারেন।

 

• Enter full screen automatically when starting or joining

meeting: 

এই অপশনটি নির্বাচিত থাকলে কোনাে মিটিং শুরু করলে। মিটিংয়ে জয়েন করলে স্বয়ংক্রিভাবে জুম ফুল স্ক্রিনে প্রদর্শিত হবে।


 

• Automatically copy invite link once the meeting starts: 

যদি চান যে মিটিং শুরু হবার পর স্বয়ংক্রিয়ভাবে ইনভাইট লিংকটি কপি হয়ে যাবে। তবে এই অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। পরবর্তীতে আপনি আপনার। কোনাে মিটিং পার্টিসিপেন্টকে ঐ লিংকটি পেস্ট করে দিতে পারবেন।

 

• Ask me to confirm when I leave a meeting: 

মিটিং ছেড়ে যাবর সময় অর্থাৎ মিটিং রুম থেকে বেরিয়ে যাবার সময় যদি চান যে আপনাকে কোনাে কনফার্মেশন মেসেজ দেখাবে তবে এই অপশনটি সিলেক্ট করে দি পারেন।

 

Show my connected time: 

কত সময় ধরে আপনি মিটিং এ আছেন। সেটি যদি দেখাতে চান তবে এই 

অপশনটি নির্বাচন করে দিতে পারেন।

 

Remind me 5 minutes before my upcoming meetings: আগত কোনাে মিটিং শুরু হবার ৫ মিনিট আগে সেই মিটিংয়ের রিমাইন্ডার পেতে চাইলে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে।

 

Stop my video and audio when my display is off or screen saver begins: 

মিটিং করতে করতে কোনাে কারণে যদি আপনি  স্ক্রিনের সামনে থেকে চলে যান এবং আপনার ডিসপ্লেটি অফ হয়ে যায় কিংবা স্ক্রিন সেভারটি চালু হয়ে যায় তবে আপনার ভিডিও ও অডিও যেন বন্ধ থাকে। সেটি নির্ধারণ করে দিতে এই অপশনটি সিলেক্ট করতে হবে।

 

Video 

জুম এর ভিডিও সংক্রান্ত সেটিংসগুলাে এখান থেকে নির্ধারণ করা হয়। নিচে এগুলাে নিয়ে আলােচনা করা হলাে। 


• Camera: ল্যাপটপের সাথে বাইডিফল্ট যে ক্যামেরা থাকে কিংবা

ডেস্কটপের সাথে যে ওয়েবক্যামটি যুক্ত আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেয়া যায়। পাশাপাশি ক্যামেরাটিকে ওয়াইডস্ক্রিন বা অরিজিনাল রেশিও অনুযায়ীও সিলেক্ট করে দেয়া যায়।


• My Video 

 

Enable HD: এইচডি কোয়ালিটির ভিডিও ,

অপশনটি সিলেক্ট করতে হবে। 

 

Mirror my video: আপনার ভিডিওটি স্বাভাবিক অব

দেখছেন সেটির উল্টোপাশে দেখতে চাইলে এই অপশনটি পারেন। তবে এটি স্বাভাবিকভাবে ব্যবহার না করাই উত্তম।

ভডিওটি স্বাভাবিক অবস্থায় যেমনটি

 

Touch up my appearance: এটি ভিডিওর ক্ষেত্রে একটি

গুরুত্বপূর্ণ অপশন। মােবাইলে আমরা যেমন বিউটিফাই ফিচার বল করি এটি অনেকটা সে রকমের ফিচার। এটি ব্যবহার করলে ভিডি কোয়ালিটি বৃদ্ধি পায়।

 

• Meetings 

 

Always display participant name on their video: মিটিংয়ে

অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তির ভিডিওর সাথে যদি আপনি তাদের নাম দেখতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করতে হবে। 

 

Turn off my video when joining meeting: মিটিংয়ে অংশ নেয়ার

সময় স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওটি যেন অফ করা থাকে অর্থাৎ আপনি মিটিংয়ে যােগদান করলেও প্রাথমিক অবস্থায় কেউ যেন আপনাকে দেখতে না পায় সেটি নিশ্চিত করতে এই অপশনটি সিলেক্ট করে দিতে পারেন।

 

Always show video preview dialog when joining a video

meeting: প্রতিবার কোনাে মিটিংয়ে যােগদানের সময় যেন ভিডিও প্রিভিউ ডায়ালগটি প্রদর্শিত হয় সেটি নির্ধারণ করে দিতে এই অপশনটি সিলেক্ট করতে হবে।

 

Hide non-video participants: মিটিংয়ে অংশগ্রহণকারী যেসব

ব্যক্তির ভিডিও প্রদর্শিত হচ্ছে না তাদেরকে হাইড করে রাখতে চাইলে। এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে।

 

Spotlight my video bhen Ispeak: কথা বলার সময় যেন আপনার ভিডিওতে স্পটলাইট হয় সেটি নির্ধারণ করে দিতে এই অপশনটি সিলেক্ট করতে হবে। 

 

Display up to 49 participants per screen in gallery view : সেপিইউ এর ক্ষমতা অনুযায়ী এই অপশনটি অনেকের সফটওয়্যারে। প্রদর্শিত বা ডিমড় অবস্থায় থাকতে পারে। স্বাভাবিকভাবে এটি সিলেক্ট করা থাকলে গ্যালারি ভিউয়ের প্রতিটি স্ক্রিনে ৪৯ জন করে অংশগ্রহণকারীকে প্রদর্শন করবে। তবে ডিমড অবস্থায় থাকলে এটি আর সিলেক্ট করা যাবে না। সেক্ষেত্রে একজন ব্যবহারকারীর গ্যালারি ভিউতে। প্রতি স্ক্রিনে সর্বোচ্চ ২৫ জন করে অংশগ্রহণকারীর ছবি দেখাবে।

 

ভিডিওর কিছু অ্যাডভান্স অপশন পেতে চাইলে স্ক্রিনের নিচের দিকে থাকা Advanced বাটনে ক্লিক করতে হবে। 


 
 

Read more >>

জুম টিপস এন্ড ট্রিকস (Part 2) 

Next Post Previous Post
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=462b720999c158d84e03e95126cbb35c