কম্পিউটার ঘন ঘন হ্যাং বা রিবুট রিস্টার্ট হলে কী করতে হবে?


কম্পিউটার ঘন ঘন হ্যাং বা রিবুট রিস্টার্ট হলে কী করতে হবে?







আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকি। হয়তো সেটা আফিসের কাজে আথবা ব্যবসায় নয়তো বাড়িতে। কিন্তু কম্পিউটার ব্যবহার করার সময় আমাদের হয়তো একটি সমস্যায় পড়তে হয়। কম্পিউটারটি হঠাৎ হ্যাং হয়ে যায়। তো কীভাবে আমরা এ সমস্যার সমাধান করবো সেটি যেনে নিই।



১. কম্পিউটারের সিপিইউর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে কিংবা । পর্যাপ্ত ঠান্ডা করতে না পারলে এ ধরনের সমস্যা হতে পারে।


Read more >


সেক্ষেত্রে কম্পিউটারের পাওয়ার অফ করে কেসিং খুলে কুলিংফ্যানটিকে ভালােভাবে চেক করে প্রয়ােজনে নতুন কুলিং ফ্যান স্থাপন করে নাও।


Read more >


এছাড়াও কম্পিউটার চলাকালীন তােমার সিপিইউর পিছনে কেসিং-এর ফ্যানটি ঘুরে কিনা তাও চেক করতে হবে। কম্পিউটারে ভাইরাস থাকলেও এ ধরনের সমস্যা হতে পারে।


তাই আপগ্রেড এন্টিভাইরাস দ্বারা কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভের প্রতিটি ড্রাইভ ক্লিন করে নিতে হবে। এছাড়া অনেক সময় নতুন সফ্টওয়্যার বা প্রােগ্রাম লােড করার কারণেও এটি হতে পারে।

সেক্ষেত্রে প্রােগ্রামটি আনইনস্টল করে দেখা যেতে পারে।


Read more >









আমাদের শেষ কথা, আমাদের দেওয়া টিপসটি কেমন লাগলো সেটি অবস্যই কমেন্টে আমাদের জানাবেন। 

আপনি যদি আমাদের সাইটে গেস্ট পোস্ট করতে চান তাহলে নিশ্চয় আমাদের Gmail ঠিকানায় পাঠিয়ে দিবেন। আমাদের Gmail ঠিকানা contacttechtweet.info@gmail.com। আপনার Gmail ও আপনার নাম পাঠিয়ে দিবেন।
 
বি:দ্র: পোস্টগুলো ভালো কোয়ালিটির হতে হবে। অবশ্যয় ছবিগুলো অপটিমাইজড হতে হবে। পোস্টগুলো কমপক্ষে ১৫০০ শব্দের হতে হবে। পোস্টগুলো সম্পূর্ণ কপিরাইট মুক্ত হতে হবে।  আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=462b720999c158d84e03e95126cbb35c