সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না


সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না





Read in English



১. সিস্টেমটি বন্ধ কর এবং মেইন সিস্টেম থেকে পাওয়ার ক্যাবলটি খুলে ফেলতে হবে ( সতর্কতার জন্য )।


Read more >



২. মেমােরি সুট থেকে সকল র্যাম (RAM) সরিয়ে ফেল।

৩. একটি ইরেজার (Rubber) দিয়ে র্যাম-এর কানেক্টরগুলােকে ঘষে পরিষ্কার করতে হবে।


৪. শক্ত ব্রাশ দিয়ে সবগুলাে র্যাম সুটকে পরিষ্কার করতে হবে।


৫. র্যাম ইনস্টল না করে কম্পিউটারটি চালু কর এবং কোনাে Beep সাউন্ড হয় কিনা খেয়াল করতে হবে।


৬. যদি Beep সাউন্ড শুনতে পাও তবে কম্পিউটার বন্ধ করে র্যাম ইনস্টল করে কম্পিউটারটি চালু করতে হবে।


Read more >


৭. যদি কোনাে Beep সাউন্ড হয় তবে বুঝতে হবে র্যামটি সমস্যাযুক্ত।


৮. এবারও Display না আসলে নতুন র্যাম লাগাতে হবে।


৯. র্যামকে প্রতিস্থাপন করে আবার চেক কর। অধিকাংশ ক্ষেত্রে Display না হওয়ার কারণ র্যাম-এর সমস্যা।


শেষ পর্যন্ত সমাধান না হলে স্থানীয়। কোনাে সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে।



Read more >

                       >How to protect your Blogger content  


আমাদের শেষ কথা, আমাদের দেওয়া টিপসটি কেমন লাগলো সেটি অবস্যই কমেন্টে আমাদের জানাবেন। 

আপনি যদি আমাদের সাইটে গেস্ট পোস্ট করতে চান তাহলে নিশ্চয় কমেন্ট বক্সে আপনার Gmail ও আপনার নাম পাঠিয়ে দিবেন।
 
বি:দ্র: পোস্টগুলো ভালো কোয়ালিটির হতে হবে। ছবিগুলো বেশি বড় সাইজের হলে হবে না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=462b720999c158d84e03e95126cbb35c