ভিডিও গেম খেলার উপকারিতা কি?


 

ভিডিও গেম খেলার উপকারিতা গুলাে কি কি? -

(Gaming benefits)

বর্তমান সময়ে ছােট-বড় প্রত্যেকেই কম্পিউটার, ল্যাপটপ বা নিজেদের মােবাইলে গেম অবশই খেলে থাকেন।


Tap to Read the Post English


গেম খেলার উপকারিতাও লাভ



আমি নিজেই আমার কাজের সাথে সাথে যখনি কিছু খালি সময় পেয়ে থাকি, তখনি ভিডিও গেম অবশই খেলি ৷ আর আমি নিজেই অনুভব করি যে, ভিডিও গেম খেলার উপকারিতা কিন্তু অবশই রয়েছে ৷


আপনি চাইলে কম্পিউটারে গেম খেলুন বা মােবাইলে বা অন্যান্য গেমিং কনসােল গুলোতে (Sony Play Station, Xbox 360 etc.), প্রত্যেক ক্ষেত্রেই সমান লাভ বা উপকারিতা কিছু অবশই দেখা গেছে।


এই আর্টিকেলে আমি আমার নিজের গেমিং এর অভিজ্ঞতা এবং ইন্টারনেটের মাধ্যমে করা কিছুটা রিসার্চ এর ওপরে নজর দিয়ে ভিডিও গেম খেলার কিছু গুরুত্বপূর্ণ লাভ এর কথা বলবাে।


আমার হিসেবে, যখন আপনি সীমায় থেকে গেমিং করবেন, তখন অবশই গেম খেলে লাড কিছুটা হলেও আপনার হবেই। ভিডিও গেম খেললে কিকি লাভবাউপকার আপনার হতে পারে?


এমনিতে, যেকোনাে ঘরেই ভিডিও গেম খেলাকে একটি নেশা বলে মনে করেন। এর ফলে, কিছুটা বেশি সময় গেম খেললে, আমাদের ঘরের বড়রা আমাদের ওপর রাগ করে থাকে।



হে অবশই, আপনি যদি অধিক বেশি পরিমানে গেম খেলছেন, তাহলে সেটা আপনার জন্যে ক্ষতিকারক হতে পারে ৷ যেকোনাে জিনিসের অধিক ব্যবহার আপনার জন্য ক্ষতিকারক হতেই পারে।


তবে, বিভিন্ন রিসার্চ (research) গুলাের বিপরীতে পাওয়া গেছে যে, গেমিং করে আপনি মনােরঞ্জন তাে পাবেন, তবে এর সাথে কিছু গুরুত্বপূর্ণ লাড আপনার ক্ষেত্রে হতে পারে ৷


বাচ্ছা এবং বড়, প্রত্যেকের ক্ষেত্রেই গেমিং জ্ঞানীয় দক্ষতা বৃদ্ধি করার ক্ষমতা রাখে। যেভাবে physical exercises করলে আপনার শরীরের muscles এর শক্তিশালীকরণ এর ক্ষেত্রে সাহায্য করে, ঠিক সেভাবেই,


গেমিং এর সাথে জড়িত থাকলে আপনার মানসিক অনুশীলন বা ব্যায়াম হয়ে থাকে৷ ফলে, আপনার brain এর performance বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে ৷


চলুন, এখন আমরা সরাসরি জেনেনেই যে video games খেলে আপনার কি কি লাভ হতে পারে ৷


9 benefits of playing video games

চলুন, নিচে আমরা সরাসরি প্রত্যেকটি উপকারিতা গুলাের বিষয়ে জেনেনেই।


১.সমন্বয়তার (coordination) ক্ষেত্রে উপকার: দেখা গেছে যে, গেম খেললে আপনি সমন্বয়তা বা সহযােগিতার ক্ষেত্রেও প্রচুর উপকার পেতে পারবেন৷ কেননা, যখন একজন বাচ্চা বা অ্যাডাল্ট ব্যক্তি গেম খেলেন, তখন সে কেবল টিডি বা কম্পিউটারের স্ক্রিনের মধ্যেই তাকিয়ে থাকে না।


স্ক্রিনের মধ্যে গেম এর সাথে জড়িত বিভিন্ন ধরণের actions এবং activities এর সাথে আপনার সংযুক্ত হতে হয়। এতে, প্রচুর মানসিক উদ্দীপনার (mental stimulation) সৃষ্টি হয়ে থাকে৷


Game খেলার প্রক্রিয়াতে আপনাকে নিজের ভিজুয়াল (visual) এবং শারীরিক চলন এর মধ্যে সমন্বয়তা (coordination) রাখতেই হবে।



তাই, নিয়মিত গেমিং করলে আপনার coordination skills অবশই ভালাে হবে৷


২. Problem-solving skills

যেকোনাে গেম খেলার সময় আপনার কাছে বিভিন্ন সংঘর্ষের পরিবেশ, বিপদ এবং নিয়ম থাকে৷ তাই, প্রথম লেভেল থেকে শুরু করে পরের লেভেল গুলােতে যেতে হলে, আপনাকে বিভিন্ন নিয়ম গুলাে মেনে সমস্যা গুলাের সমাধান বের করতে হয়৷


গেমিং এর ক্ষেত্রে যখন আপনি নিয়মিত সমস্যা গুলাের সমাধান বের করার ক্ষেত্রে সংঘর্ষ করবেন, এটা, এক ধরণের মানসিক ব্যায়াম এর মতােই কাজ করবে যার ফলে আপনার ব্যক্তিগত জীবনেও যেকোনাে সমস্যার সমাধান করার কৌশল বৃদ্ধি পাবে।


৩.স্মৃতি শক্তি ভালাে করা

গেমিং করা বিভিন্ন ব্যক্তিদের ওপরে রিসার্চ করার ফলে জানা গেছে যে, গেমিং করলে আপনার স্মৃতি শক্তি ভালাে হতে পারে৷


যেকোনাে গেম খেলার জন্যে আপনার বিভিন্ন জিনিস গুলাের ওপরে নজর দিতে হবে। গেম এর সাথে জড়িত বিভিন্ন জায়গা, নির্দেশাবলী, কন্ট্রোল, চরিত্র, স্টোরি ইত্যাদি৷



তাই, গেমটি খেলার সাথে সাথে আপনি নিজেকে অনেক কিছু মনে রাখার জন্যে নির্দেশ দিচ্ছেন৷ এতে, স্মৃতি শক্তির ক্ষেত্রে এক ধরণের মানসিক ব্যায়াম আপনার হয়ে থাকে৷

আর যার ফলে, কিছু সময়ের জন্যে হলেও আপনার স্মৃতির উন্নয়নের ক্ষেত্রে ভালাে কাজ দিয়ে থাকে৷


৪. একাগ্রতা বাড়ানাের ক্ষেত্রে উপকার

গেম খেললে আপনার একাগ্রতা বাড়ার সুযােগ প্রচুর বৃদ্ধি পাবে।


কারণ, যখন আপনি একটি action বা adventure game খেলছেন তখন আপনার সম্পূর্ণ মন সেই গেমের মধ্যেই থাকে৷


যেকোনাে গেম আমরা অধিক মনােযােগ দিয়ে কারণ আমাদের মনের মধ্যে গেমের পরের লেভেলে যাওয়ার উৎসাহ ঘর করে


ফেলে। তাছাড়া, গেমের বিভিন্ন মিশন গুলাে সম্পূর্ণ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন উদ্দেশ্য (objectives) গুলাে মনােযােগ দিয়ে সম্পূর্ণ করতে হয়।



তাই, এতে আমাদের একাগ্রতা বাড়ার সম্ভাবনা প্রচুর থাকছে।


৫. শেখার অনেক ভালাে উৎস হলাে গেমিং

বড় দের সাথে সাথে গেমিং বাচ্চাদের জন্যেও শেখার একটি ভালাে উৎস হিসেবে বলা যেতে পারে৷ বিভিন্ন Creative skills গুলাের বিষয়ে গেমিং এর মাধ্যমে জানা যেতে পারে।

বিভিন্ন স্কুল এবং কলেজে রয়েছে যেখানে গেমিং এর মাধ্যমে অনেক কিছু শিখানাে হয়৷ বর্তমান সময়ে games গুলাের story, Scripting, objectives গুলাে প্রচুর advanced এবং realistic হয়ে যাওয়ার ফলে,

গেম খেলে আমরা আমাদের ঘরের বাইরের পরিবেশের বিষয়েও অনেকটা শিখতে ও জানতে পারি।


৬. মাল্টি টাস্কিং এর ক্ষমতা বৃদ্ধি

একটি action, adventure বা Fighting game খেলার সময় আপনাকে অনেক ধরণের কাজ বা টাস্ক একসাথেই করতে হবে৷

যেমন, স্ক্রিনের দিকে দেখা, গেম এর বিভিন্ন চরিত্রের ওপরে নজর রাখা, জয়স্টিক বা কীবাের্ড এর মাধ্যমে নিজের চরিত্রের নিয়ন্ত্রণ ইত্যাদি৷

এক্ষেত্রে, আপনার বিভিন্ন কাজ একসাথে করতে থাকতেই হয়৷


তাই, নতুন অবস্থায় বা যেই ব্যক্তি প্রথম প্রথম এই ধরণের গেম খেলে থাকে, তার জন্যে প্রথমে একসাথে এতাে কাজ করাটা সুবিধাজনক হয়ে থাকেনা।


তবে, কিছু দিন নিয়মিত গেম খেলতে খেলতে অনেক সহজেই সেই ব্যক্তি ভালাে করে প্রত্যেকটি কাজ একসাথে করতে পারে৷

এতেই বুঝা যাচ্ছে যে গেমিং এর মাধ্যমে আমাদের একসাথে একাধিক কাজ গুলাে করার ক্ষমতা বৃদ্ধি পায়৷


৭. Social connectivity ক্ষেত্রে লাভ

বর্তমান সময়ে গেমিং করার আসল মজা online multiplayer games গুলাে খেলেই আসে৷

রিয়েল লােকেদের সাথে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে একসাথে গেম খেলা সম্ভব৷

এতে, গেমিং এর প্রতি আলাদা এক উৎসাহ চলে আসার বাইরেও নতুন নতুন লােকেদের সাথে চেনা পরিচিত হয়ে থাকে।


এভাবে, গেম খেলার মাধ্যমে আমরা বিভিন্ন real players দের সাথে যােগাযােগ করে তাদের সাথে সামাজিক ভাবে সংযুক্ত হতে পারি।


তাই, গেমিং এর ক্ষেত্রে নতুন নতুন বন্ধু তৈরি করাটাও এখন গেমিং এর মাধ্যমেই সম্ভব৷ অনেক অনলাইন গেম গুলাে রয়েছে যেগুলােতে আপনাকে অচেনা ব্যক্তিদের সাথে একসাথে গ্রুপ তৈরি করে খেলতে হবে।


এভাবে, অচেনা অব্যাক্তিদের সাথে একসাথে খেলা, নির্দেশ দেওয়া এবং একমত হয়ে খেলার ফলে, আপনার social connectivity skills অবশই ভালাে হওয়ার সম্ভাবনা থাকছে৷


৮. stress relief করার ক্ষেত্রে দারুন কাজে আসে

অনেক ক্ষেত্রে দেখা গেছে যে, গেমিং এর মাধ্যমে লােকেদের মন সত্যি ভালাে হয়ে যায়৷ মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রেও অনেক ভিডিও গেম গুলাে প্রচুর কাজে আসে৷ আপনার মন ভালাে না লাগলে বা মানসিক চাপ থাকলে, আপনি গেম খেলুন৷ যখন, আপনি কোনাে ভালাে গেম এর সাথে সংযুক্ত হবেন তখন আপনি সেই গেম এর পরিবেশের সাথেই নিজেকে ব্যস্ত রাখবেন৷

ফলে, আপনার মনের থেকে চাপ, খারাপ চিন্তা ইত্যাদি চলে যাওয়ার সম্ভাবনা প্রচুর। তাই, নিজের মন ভালাে রাখার একটি ভালাে উপায় হিসেবে গেমিং এর ব্যবহার এ অনেকেই করে থাকেন৷


৯. উৎসাহিত এবং তরুণ অনুভব করুন

অনেকেই বলেন যে, ভিডিও গেমস খেলা বাচ্চাদের কাজ৷

কিন্তু, ভিডিও গেম এর উপকার এবং লাভ প্রত্যেকেই নিতে পারেন৷


বাইরের বিভিন্ন দেশ গুলােতে বয়স্ক লােকেরাও পর্যন্ত ভিডিও গেম খেলেন৷


এতে, আপনি নিজেকে উৎসাহিত এবং তরুণ হওয়ার অনুভব দিতে পারবেন৷

Video games এর মাধ্যমে আপনি আপনার ব্যস্ততা পূর্ণ জীবনের থেকে নিজেকে আলাদা রাখতে পারবেন৷ নিজেকে একটি ভার্চুয়াল রিয়ালিটির দুনিয়াতে নিয়ে গিয়ে নতুন উৎসাহ নিজের মধ্যে ডরতে পারবেন গেমিং এর মাধ্যমে।








আমাদের শেষ কথা, আমাদের দেওয়া টিপসটি কেমন লাগলো সেটি অবস্যই কমেন্টে আমাদের জানাবেন। আপনি যদি আমাদের সাইটে গেস্ট পোস্ট করতে চান তাহলে নিশ্চয় কমেন্ট বক্সে আপনার Gmail ও আপনার নাম পাঠিয়ে দিবেন। বি:দ্র: পোস্টগুলো ভালো কোয়ালিটির হতে হবে। ছবিগুলো বেশি বড় সাইজের হলে হবে না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=462b720999c158d84e03e95126cbb35c