কিভাবে আপনার ব্লগার পোস্ট রক্ষা করবেন

কিভাবে আপনার ব্লগার পোস্ট রক্ষা করবেন




বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালাে আছেন। আমাদের ব্লগার ওয়েব এ আমরা অনেক গুরুত্বপূর্ণ পােস্ট পাবলিস করে থাকে। অনেকে আমাদের পাবলিস করা পােস্ট অনেকে কপি বা চুরি করে,তাদের নিজেদের সাইটে পােস্ট করে।


Read more >


এখন আমরা হইতাে অনেকেই ভাবছি কীভাবে এই চুরির হাত থেকে আমাদের সাইটকে প্রােটেক্ট করবাে। চলুন তাহলে আমরা জেনে নেই কীভাবে আমরা নিজেদের সাইটটি চুরির হাত থেকে রক্ষা করবাে।



প্রথমে আপনার ব্লগার ড্যাশবােডে যাবেন। তারপর Layout এ ক্লিক করবেন। তারপর Add Gadged এ ক্লিক করবেন। নিচের ছবির। | মতাে আসবে। এবার HTML/Java script লেখটি সিলেক্ট করুন।

 


নিচে দেওয়া কোডটি পেস্ট করুন। নিচের ছবির মতাে আসবে।










DEMO

এবার Save লেখাটিতে ক্লিক করুন।


কাজ শেষ। এবার আপনার সাইট যান। আপনার সাইটের লেখা আর কেও কপি বা চুরি করতে পারবে না।


Read more >








আমাদের শেষ কথা, আমাদের দেওয়া টিপসটি কেমন লাগলো সেটি অবস্যই কমেন্টে আমাদের জানাবেন। 

আপনি যদি আমাদের সাইটে গেস্ট পোস্ট করতে চান তাহলে নিশ্চয় কমেন্ট বক্সে আপনার Gmail ও আপনার নাম পাঠিয়ে দিবেন।
 
বি:দ্র: পোস্টগুলো ভালো কোয়ালিটির হতে হবে। ছবিগুলো বেশি বড় সাইজের হলে হবে না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=462b720999c158d84e03e95126cbb35c