ব্লগারে স্টাইল ফাউট কীভাবে যুক্ত করবেন

ব্লগারে স্টাইল ফাউন্ট কীভাবে যুক্ত করবেন



বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালাে আছেন। আমাদের ব্লগার ওয়েব এ আমরা অনেক পােস্ট পাবলিস করে থাকে। কিন্তু ব্লগার সাইটে খুব ভালাে স্টাইলিশ ফোন্ট থাকে না, তাই বলে কী আমরা খুব ভালাে স্টাইলিশ ফোন্ট ব্যবহার করতে পারবাে না ?

Read more >

সমস্যা যতই বড় হােক, সমাধাণ নিশ্চয় আছে। বন্ধুরা, আমরা জানবাে কীভাবে কোনাে কোড ছাড়াই স্টাইলিশ ফোন্ট Add করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সমাধানটা জেনে নেওয়া যাক।


Step 1:প্রথমে আপনার ব্লগার পােস্ট এ যাবেন। নিচের ছবির মতাে আসবে।


DEMO


Step 2:তারপর Add more Font এ ক্লিক করবেন। নিচের ছবির মতাে আসবে।

DEMO

Step 3:তারপর আপনার ইচ্ছা। অনুযায়ি Font পছন্দ করুন এবং সেটিতে ক্লিক করুন। এবার সিলেক্ট লেখটি ক্লিক । করুন। এবার Save লেখাটিতে ক্লিক করুন। নিচের ছবির মতাে আসবে।

DEMO

কাজ শেষ। এবার আপনি ফোন্টটি ব্যবহার করতে পারবেন।


Read more >


এবার আপনার সাইট যান। আপনার সাইটের লেখা এবার সুন্দর দেখাবে।




আমাদের শেষ কথা, আমাদের দেওয়া টিপসটি কেমন লাগলো সেটি অবস্যই কমেন্টে আমাদের জানাবেন। আপনি যদি আমাদের সাইটে গেস্ট পোস্ট করতে চান তাহলে নিশ্চয় কমেন্ট বক্সে আপনার Gmail ও আপনার নাম পাঠিয়ে দিবেন। বি:দ্র: পোস্টগুলো ভালো কোয়ালিটির হতে হবে। ছবিগুলো বেশি বড় সাইজের হলে হবে না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
https://www.videosprofitnetwork.com/watch.xml?key=462b720999c158d84e03e95126cbb35c